বইঃ তোমাকে ভালোবাসি হে নবী। লেখকঃ গুরুদত্ত সিং। Free PDF Download -Tomake valobashi he nobi :writer -gurudotto sing
বইঃ তোমাকে ভালোবাসি হে নবী।
লেখকঃ গুরুদত্ত সিং।
অনুবাদকঃ মাওলানা আবু তাহের মিসবাহ।
প্রকাশনীঃ দারুল কলম
মুদ্রিত মূল্যঃ ৭০ টাকা।
.
গুরুদত্ত সিং, জন্ম ভারতে। নাম দেখে মনে হবে ব্যাপার কী, তিনি আবার কেন নবীকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নিয়ে বই লিখতে যাবেন। আপনি হয়তো জানেন না, কতশত বিধর্মী নবীর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) প্রেমে হাবুডুবু খেয়েছেন। সেই প্রেমে হাবুডুবু খাওয়া একজন হলেন গুরুদত্ত সিং, তার লেখা বইটি 'তোমাকে ভালোবাসি হে নবী' নামে অনুবাদ করেছেন মাওলানা আবু তাহের মিসবাহ।
.
সমগ্র মানব জাতীর আদর্শ হলেন আমাদের রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)। সেই মানুষটিকে দেখেও অনেকে রিজেক্ট করেছে আবার না দেখেও অনেকে গ্রহণ করেছে আবার কেও কেও ছিল ঝুলন্ত অবস্থায়, তার মধ্যে শেষের শ্রেণিতে পড়েন গুরুদত্ত সিং, তিনি ঈমান আনেনি কিন্তু রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) প্রেমে তিনি পাগলপ্রায় ছিলেন।
.
বইটি সাজানো আছে ৫টি অধ্যায়ে, ১ম'টি ছিল রাসুলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নিয়ে তার হৃদয়ে জমে থাকা ভালোবাসার বহিঃপ্রকাশ। উচ্চমানের সাহিত্য দ্বারা ভরপুর ছিল প্রতিটা বাক্য। যে কেউ পড়লে বুঝতে পারবে যে একজন বিধর্মী রাসুলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কতটুকু ভালোবাসতে পারে। বাকী অধ্যায়গুলোতে রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) জন্মের আগে থেকে শুরু করে তার বেড়ে উঠা, বিবাহ, নবুওয়ত, মক্কার দিনগুলো থেকে শুরু করে হিজরত ও মদিনার জীবন-যাপন, যুদ্ধ, সন্ধি ও রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মৃত্যু পর্যন্ত স্থান পেয়েছে। ঘটনা বা কথার ফাঁকে ফাঁকে তিনি মুসলিমদের ও বিধর্মীদের কাছে প্রশ্ন তুলেছেন এবং রাসুলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নিয়ে যারা মিথ্যাচার করে তাদেরকে কিছু জায়গায় জবাব দিয়েছেন।
.
সব মিলিয়ে বইটি ভালো, যদি ইচ্ছা হয় বিধর্মীদের চোখে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কেমন তাহলে পড়তে পারেন। তবে যারা কোনদিন সীরাহ পড়েননি তাদের উচিৎ নয় এটাতে কোনভাবে হাত দেয়া।
.
আপনাকে অনেক ভালোবাসি হে নবী!
.
|| বই রিভিউঃ তোমাকে ভালোবাসি হে নবী ||
OUR FACEBOOK GROUP LINK click here
Groups | Facebook
নিচে এই বই টির ডাউনলোড করার লিঙ্ক আছে এবং প্রিভিউ লিঙ্ক ও আছে
কোনো সমস্যা হলে আমাকে বলবেন নিচে আমার ফেসবুক আইডি এর লিঙ্ক দেওয়া আছে.. যদি কোনো ভুল হয় ভুলের জন্য ক্ষমা করবেন
ggtg yhy











Post a Comment
Post a Comment