ফেরা লেখকঃ সিহিন্তা শরীফ ও নাইলা Fera-writer; Sihinta shorif and naila Free PDF Download
ফেরা
লেখকঃ সিহিন্তা শরীফ ও নাইলা আমাতুল্লাহ
প্রকাশনীঃ সমকালীন প্রকাশন
বিষয় : অন্ধকার থেকে আলোতে
কিছু গল্প অলীক। কল্পনার জগতে তার জন্ম। পাঠককে অবাস্তব কিংবা পরাবাস্তব অভিজ্ঞতা দেয় সেসব গল্প। বাস্তব থেকে লেখকের কল্পনার জগতে বিবেক বদলি হয়।কিছু গল্প সত্যি। সত্য ঘটনাকে গুছিয়ে বলা হয় তাতে। শহুরে মানুষের কৃত্রিম কল্পনার জগৎ থেকে বাস্তবে আনা হয়। আসল বাস্তবতা।এ বইটাতে আমরা দুটো গল্প শুনব। দুই বোনের গল্প। তাদের ফিরে আসার গল্প। সত্যি গল্প। আশা করি গল্পদুটো পড়ে আনন্দের পাশাপাশি আমরা কিছু ভাবনার খোরাক পাব।
OUR FACEBOOK GROUP LINK click here
Groups | Facebook
নিচে এই বই টির ডাউনলোড করার লিঙ্ক আছে এবং প্রিভিউ লিঙ্ক ও আছে
কোনো সমস্যা হলে আমাকে বলবেন নিচে আমার ফেসবুক আইডি এর লিঙ্ক দেওয়া আছে.. যদি কোনো ভুল হয় ভুলের জন্য ক্ষমা করবেন
নীড় হল এমন যা কখনো ভোলা যায় না। যাকে ভূলে থাকা যায় না। যার জন্য মন-প্রান ভালোবাসা উজাড় করে দেয়।
আর এই নীড়ে ফেরাটা কতটা প্রতীক্ষার!!! কতটা আবেগের আর কতটা ত্যাগের তা মানুষ মাত্রই বুঝে। নীড়ে ফিরিতে হাজারো কষ্ট আর সহ্য প্রয়োজন হলেও তাতে পা রাখা মাত্রই সব উবে গিয়ে আনন্দের বন্য বয়ে যায় চারপাশে। হ
ই-হুল্লোড় শুরু হয় সাথে থাকে চমৎকার সব আয়োজন। আহ!!! কি শান্তি কি পরম অনুভূতি!!!
ঠিক, মানুষের নীড়টা মুলত তার রব। তার যত সমস্যা। যত বিপদ, যত কষ্ট সব কিছু সে শুধু একজনের কাছেই বলতে পারে। বলা শেষ তো সমাধানের ব্যপারটা চোখের পলকে মনের অজান্তে ভুলো মনে সামনে দেখতে পায়।
ফেরা ঠিক এমন একটা মলাটবদ্ধ লেখার সম্মিলন ঘটিয়েছে যা আপনার চোখের পাতা ভারী করে দিবে আবার কখনো হুহু শব্দেও নিজেকে হারিয়ে ফেলতে পারেন।
আমরা যারা গতানুগতিক মুসলিম তাদের জন্য দু’জন বোনের সেই ক্লান্তির ভ্রমনটা প্রকৃত রবকে চেনার পথ দেখাবে বলে মনে হয়েছে।
ঠিক, আমরা যারা সমাধান ব্যাপারটার সাথে রবের যোগসূত্রটা করতে পারি না, তাদের জন্য এটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে। আমরা আসলে ডাকার মত ডাকিনি বলেই সমাধানে বিলম্ব।
বইটা পড়ার আমন্ত্রন রইল, আমার প্রিয় ভাই এবং বোনদের।
যারা এই বইকে মলাটবদ্ধ করে আমার অন্তরে ঈমানের শক্তি বৃদ্ধিতে সহায়তা করেছেন; আল্লাহ সুভানু ওয়া তা’য়ালা উনাদেরকে আখেরাতের নাজাত ও দুনিয়াতে কল্যান দান করুন।
Read More











Post a Comment
Post a Comment