Iklan Billboard 970x250

আত্মার ব্যাধি ও প্রতিকার pdf free download লেখক হাকীম মুহাম্মদ আখতার

আত্মার ব্যাধি ও প্রতিকার pdf free download লেখক হাকীম মুহাম্মদ আখতার

 ১)


যে বান্দার অন্তর যত পরিশুদ্ধ, সে ইবাদতের ক্ষেত্রে ততটাই অগ্রগামী। তার আমল আখলাক ততটাই সুন্দর৷ আসলে অন্তর হচ্ছে মূল চালিকাশক্তি। যখন অন্তর সুস্থ থাকে, তখন জীবনটা সজীবতার ভরে যায়৷ কিন্তু অন্তর যখন অসুস্থ হয়ে যায়, তখন জীবনটাই কলুষিত হয়ে যায়। 
.
দেহ যেমন রোগাক্রান্ত হয়, অন্তরও তেমন রোগাক্রান্ত হয়৷ তাই দেহের পাশাপাশি তার জন্যেও চিকিৎসার ব্যবস্থা করতে হয়। আত্মশুদ্ধির মাধ্যমে তাকে ঠিক করতে হয়। আত্মার ব্যাধি ও তার প্রতিকার নিয়েই রচিত "আত্মশুদ্ধি" বইটি। প্রায় সত্তরটির মতো আত্মিক ব্যাধি ও প্রতিকার যাতে আলোচিত হয়েছে। যারা বিশুদ্ধ অন্তকরণ নিয়ে আল্লাহর কাছে হাজির হতে চান, বইটি তাদের জন্যে এক চমৎকার উপহার। 
.
২)
আল্লাহ তাআলা সর্ব বিষয়ে সর্বশক্তিমান। তিনি হলেন স্রষ্টা আর সব কিছুই তার সৃষ্টি। কিন্তু দুঃখের বিষয় হলো, আমাদের কাজেকর্মে আমরা সৃষ্টির ওপর যতটা তাওয়াক্কুল করি, স্রষ্টার ওপর তার অর্ধেকও করি না। অথচ সর্বশক্তিমান আল্লাহই তাওয়াক্কুলের অধিক হকদার। বান্দা কীভাবে আল্লাহর ওপর তাওয়াক্কুল করা থেকে হাত গুটিয়ে নেয়? সে কি জানে না, সমস্ত সৃষ্ট জীবের রিযিক এক আল্লাহর তরফ থেকেই আসে? সে কি জানে না, এই মহাবিশ্ব এক আল্লাহর হুকুমেই নিয়ন্ত্রিত হচ্ছে? 
.
বান্দা যখন কাজেকর্মে আল্লাহর ওপর নির্ভর করবে, তখন আল্লাহ তার জন্যে কল্যাণকর ফয়সালা করবেন। কিন্তু যখন সে আল্লাহর দিক হতে মুখ ফিরিয়ে নেবে, তখন মাখলুকের সামনে সে অপদস্ত হবে। তার ইহকাল ও পরকাল ক্ষতিগ্রস্ত হবে। "আল্লাহর উপর তাওয়াক্কুল" বইটি আল্লাহ ও তাঁর বান্দার মধ্যে তাওয়াক্কুলের ক্ষেত্র তৈরির একটি সেতুবন্ধন হিসেবে কাজ করবে। বইটি বান্দাকে তার রবের ওপর নির্ভর করার সাহস জুগাবে৷ ইন শা আল্লাহ। 
.
৩)
রূহের জগতেই আমরা এই ব্যাপারে ওয়াদাবদ্ধ হয়েছি যে, সকল বাতিল উপাস্যকে অস্বীকার করে কেবল আল্লাহর গোলামী করবো৷ কিন্তু দুনিয়ায় আসার পর, এর চাকচিক্যের মোহে পড়ে আমাদের সে ওয়াদার কথা ভুলে বসে আছি। তাই তো আজ আল্লাহকে বাদ দিয়ে অজস্র সৃষ্টির দাসত্ব করছি। আর এটাকেই আধুনিকতা মনে করছি। অথচ মাখলুকের দাসত্বের মধ্যে কোনো শ্রেষ্ঠত্ব নেই। মাখলুকের দাসত্ব বাদ দিয়ে এক আল্লাহর দাসত্বে নিয়োজিত হওয়াটাই সম্ভ্রান্ত ব্যক্তির পরিচায়ক।
.
"দাসত্বের মহিমা" এমন একটি বই, যেটি আপনাকে রবের দাসত্ব মেনে নিতে উৎসাহ যোগাবে। পাশাপাশি দাসত্বের রূপরেখা নিয়ে এমন কিছু কথা আলোচনা করবে, যা জানাটা হয়তো আপনার জন্যে জরুরি ছিলো।
.
আর দেরি না করে বইগুলো প্রি-অর্ডার করুন আপনার পছন্দের অনলাইন শপে৷
আসছে ২৭ অক্টোবর ইন শা আল্লাহ।




দুআ: একটি উপকারী ওষুধ
দুআ সবচেয়ে উপকারী ওষুধগুলোর একটি। সে বিপদের শত্রু, বিপদকে হটিয়ে বিদায় করে। আপতিত হতে বাধা দেয়, ওপরে পাঠিয়ে দেয় অথবা বিপদের মাত্রা কমিয়ে আনে। নিশ্চয়ই দুআ মুমিনের হাতিয়ার।
বিপদের সাথে দুআর অবস্থা তিন রকম:
এক. দুয়া বিপদের তুলনায় অধিক শক্তিশালী, এক্ষেত্রে দুয়া বিপদকে প্রতিহত করে।
দুই. দুয়া বিপদের তুলনায় দুর্বল, ফলে বিপদ তার ওপর চড়াও হয় ও বান্দা বিপদাক্রান্ত হয়। তবে দুআ দুর্বল হলেও কার্যকরী, কেননা দুয়া মাঝে মধ্যে বিপদের মাত্রা কমিয়ে আনতে সক্ষম।
তিন. বিপদ ও দুআ—উভয়ই যখন শক্তিশালী, তখন একটি অপরটিকে রুখে দেয়। 
সুনানে ইবনু মাজাহ-তে এসেছে, আবু হুরাইরা (রাযি.) হতে বর্ণিত, আল্লাহর রাসূল (ﷺ) বলেছেন,
من لم يسأل اللهَ يغضَبْ عليه
‘যে আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার প্রতি রাগান্বিত হন।’ 
(ইবনু মাজাহ- ৩৮২৭)।
.
 "আত্মার ওষুধ" থেকে একটুখানি........



নাম আত্মার ব্যাধি ও প্রতিকার
 লেখক হাকীম মুহাম্মদ আখতার


আত্মার ব্যাধি ও প্রতিকার pdf

হযরত মাওলানা শাহ হাকীম মুহাম্মদ আখতার ছাহেব

অনুবাদ:

ইসলামি রেনেসাঁর নান্দনিক কবি ও লেখক,
লাখো খোদান্বেষী মানুষের হৃদয়স্পন্দন-
হযরত মাওলানা শাহ আব্দুল মতীন বিন হুসাইন সাহেব (দামাত বারাকাতুহুম)
(পীর সাহেব ঢালকানগর, ঢাকা-১২০৪)
১।
বইটি উর্দু ভাষায় লিখিত।
বাংলায় অনুদিত হয়েছে।
অসামান্য বর্ণনা ভঙ্গি ফুটে উঠেছে বইটিতে। উঠে এসেছে আধুনিক সমাজে জীবন পরিচালনার অনবদ্য কিছু কথামালা। সর্বগ্রাসী গুনাহের গহীন অন্ধকার থেকে পরিত্রাণ পাওয়ার কোরআন-সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনা। আছে তরুণ-তরুণীর অমূল্য পাথেয়।
২।
অনুবাদের মাঝে মাঝে কথার সাথে মিল রেখে, রেখে দেয়া হয়েছে উর্দু কবিতার ছন্দপরশ। এসেছে কাব্যাকারে উর্দু কবিতার এলহামি বঙ্গানুবাদ। যা পাঠক হৃদে পাঠ বিরক্তির অপনোদন করতঃ ছন্দে ছন্দে দেয় আনন্দানুভূতি।
৩।
পীর সাহেব কর্তৃক অনবাদ বলে অনেকের সাহিত্য বিষয়ে প্রশ্ন জাগতে পারে। আসলে এটা এবং তাঁর লিখিত ও অনুদিত সকল বইগুলোই অসামান্য সাহিত্যরসে টইটুম্বুর। এগুলো সাহিত্যমুক্ত নয়।
কেননা শ্রদ্ধেয় লেখক বাংলা ভাষার একজন বিখ্যাত আলেম সাহিত্যিক এবং ইসলামি রেনেসাঁর কবি। যাঁকে “বাংলার রূমী” হিসেবে আখ্যায়িত করা হয়েছে। মাওলা প্রেমের শুরা বিলাতেই থাকেন ব্যস্ত অষ্টপ্রহর।
মানুষ প্রতিনিয়ত লুফে নিচ্ছে তাঁর মুখ নিঃসৃত হৃদয় গঠনমূলক বাণীসমূহ। লুফে নিচ্ছে হক ও হক্কানিয়াতের আলো।
Bangla Islamic Book Online উল্লেখযোগ্য যে বিষয়সমূহ সন্নিবেশিত হয়েছেঃ
এই কিতাবে যে সকল রূহানী রোগ ও তার চিকিৎসা রয়েছে-
১। কুদৃষ্টি ও অসৎ সম্পর্কের ধ্বংসলীলা ও উহার অব্যর্থ প্রতিকার
২। দ্বীন সম্পর্কে অজ্ঞতা-মুর্খতার বিমারী ও সমাধান
৩। অহংকার ও আত্মপ্রসাদ এর চিকিৎসা
৪। গীবত ও কু-ধারণার অপনোদন
৫। নেতৃত্ব ও মর্যাদার মোহ এবং আত্মতুষ্টি বা আত্মপ্রসাদের প্রতিকার
৬। দুনিয়ার প্রতি ভালবাসার ক্ষতিসমূহ ও সমাধান
৭। হিংসা-বিদ্বেষের সুচিকিৎসা
৮। অবাঞ্চি গোস্বা ও ক্রোধের প্রতিবিধান
৯। রিয়ার (লৌকিকতা বা লোক দেখানোর) প্রতিকার
১০। আল্লাহ তাআলার মহান প্রেমিকদের মর্যাদা ও অনস্বীকার্যতা
১১। আত্মশুদ্ধির পদ্ধতি ও নীতিমালা

১২। ঈমানী মধুরতা লাভের পথ
১৩। তওবা ও এস্তেগফার দ্বারা জীবনের মোড়ই পরিবর্তন
১৪। আওলিয়াগণের সোহবতের দ্বীনী বাধ্য-বাধকতা ও মহা-উপকারিতা SUBSCRIBE TO UNLOCK LINK

নিচে এই বই টির ডাউনলোড করার দুইটি লিঙ্ক আছে এবং প্রিভিউ লিঙ্ক ও আছে ...

কোনো সমস্যা হলে আমাকে বলবেন নিচে আমার ফেসবুক আইডি এর লিঙ্ক দেওয়া আছে...ভুলের জন্য ক্ষমা করবেন

Read More
SHARE
Siddikur Rahman Rayhan (Tamim )
Siddikur Rahman Rayhan from Bangladesh is a versatile individual with a keen interest in technology, cricket, politics, and Islamic studies. With a strong academic background and proficiency in multiple languages, he excels in blogging, YouTube, web development, Graphix Design and content creation. Skilled in video editing, meme generation, and photography, Rayhan is dedicated to personal and professional growth, seeking connections with like-minded individuals to support his endeavors.
Subscribe to get free updates

Related Posts

Post a Comment

Iklan Tengah Post

Translate