মুক্তমনাদের অপপ্রচারের জবাবের কিছু ব্লগ – লিখেছেন আরিফ আজাদ ফ্রি পিডিএফ ডাউনলোড | Free PDF Download
আরিফ আজাদ
আরিফ আজাদ একজন জীবন্ত আলোকবর্তিকা- লেখক আরিফ আজাদকে বর্ণনা করতে গিয়ে একথাই বলেছেন ডঃ শামসুল আরেফিন। গার্ডিয়ান প্রকাশনী আরিফ আজাদের পরিচয় দিতে গিয়ে লিখেছে, “তিনি বিশ্বাস নিয়ে লেখেন, অবিশ্বাসের আয়না চূর্ণবিচুর্ণ করেন।” আরিফ আজাদ এর বই মানেই একুশে বইমেলায় বেস্ট সেলার, এতটাই জনপ্রিয় এ লেখক। সাম্প্রতিককালে বাংলাদেশের সাহিত্য অঙ্গনে সবচেয়ে আলোড়ন তোলা লেখকদের একজন আরিফ আজাদ।
১৯৯০ সালের ৭ই জানুয়ারি চট্টগ্রামে জন্ম নেয়া এ লেখক মাধ্যমিক শিক্ষাজীবন শেষ করে চট্টগ্রাম জিলা স্কুলে। একটি সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক পাস করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেখানে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। লেখালেখির ক্যারিয়ারের শুরু থেকেই আরিফ আজাদ এর বই সমূহ পাঠক মহলে ব্যাপক সাড়া ফেলে। তার প্রথম বই ‘প্যারাডক্সিক্যাল সাজিদ’ ২০১৭ সালের একুশে বইমেলায় প্রকাশ পায়। বইটির কেন্দ্রীয় চরিত্র সাজিদ বিভিন্ন কথোপকথনের মধ্যে তার নাস্তিক বন্ধুর অবিশ্বাসকে বিজ্ঞানসম্মত নানা যুক্তিতর্কের মাধ্যমে খণ্ডন করে।
আর এসব কথোপকথনের মধ্য দিয়েই বইটিতে অবিশ্বাসীদের অনেক যুক্তি খণ্ডন করেছেন লেখক। বইটি প্রকাশের পরপরই তুমুল জনপ্রিয়তা পায়। এটি ইংরেজি ও অসমীয়া ভাষায় অনূদিতও হয়েছে। ২০১৯ সালের একুশে বইমেলায় ‘প্যারাডক্সিক্যাল সাজিদ - ২’ প্রকাশিত হয়ে এবং এটিও বেস্টসেলারে পরিণত হয়। সাজিদ সিরিজ ছাড়াও আরিফ আজাদ এর বই সমগ্রতে আছে ‘আরজ আলী সমীপে’ এবং ‘সত্যকথন’ (সহলেখক) এর মতো তুমুল জনপ্রিয় বই।
মুক্তমনাদের অপপ্রচারের জবাবের কিছু ব্লগ – এক ঝলকঃ
[রয়েছে আরিফ আজাদের কিছু পুরোনো ব্লগ এবং আর্টিকেল, সব মিলিয়ে রয়েছে ছোটখাট একটা জবাবের এন্সাইক্লোপিডিয়া]
“আউট অফ সাইন্স,
জার্মান মনা এক বনুধ আমার বইস্সের প্রথম গল্প থেকে একটি বিশালললললল সাইন্টিফিক ভুল বের করেছেন। ভুলটি হলো, আমি এক জায়গায় ধর্ষণের শান্তি কি হতে পারে সেটার বিজ্ঞান ভিত্তিক জবাব চেয়েছি।
যাহোক, জার্মান মনা বনুধটার দাবি, আমি ধর্ষণকে “আউট অফ সাইন্স’ থেকে বিবেচনা করেছি এবং বলেছি এরকম শত শত জিনিসের ব্যাখ্যা বিজ্ঞানে নাই।
জার্মান মনা বনুধর দাবি, ধর্ষণের কেনো শান্তি হওয়া উচিত অও নাকি বিজ্ঞান দিয়া ব্যাখ্যা করা ঘায়। উনি বললেন, দুনিয়ায় ‘ক্রাইম সাইন্স’ বলে একটা জিনিস আছে। এটার উপর বিশাল বিশঠাল পিএচডি হয় নাকি।
এটা শোনার পর থেকে আমি কেবল হাসতেই আছি। হাসতেই আছি। ক্রাইম সাইন্সও একপ্রকার সাইন্স এবং পলিটিক্যাল সাইন্সও একপ্রকার সাইন্স 14
কেউ ষদি হিসাববিজ্ঞান’ পড়ে দাবি করে ষে সে বিজ্ঞানের ছাত্র, তাহলে কিন্ত ভুল ধরার আর রাস্তা নাই। সব সাইন্সে সাইন্সে একাকার। 1৮4
যাহোক, ক্রাইম সাইন্স মুলত ‘প্রধিক্স’ (নৈতিকতা) এর একটা ফিল্ড। এধিক্সের এই ফিল্ড নিয়া কাজ বলতে গেলে বলতে হয়, ধর্মই হলো এই ফিল্ডের উৎস।
নাস্তিকতার মূল কথা হলো, পৃথিবীটা এসেছে ।৭০1॥70 থেকে। আরো পরিষ্কারভাবে, তাদের মতে পৃথিবীতে প্রাণের উৎপত্তি কিছু রাসায়নিক যৌগের হঠাৎ মেলবন্ধনে। এমতাবস্থায়, কিছু রাসায়নিক পদার্থ মিলে ঘার শুরু. সেই প্রাণের মধ্যে কিভাবে নীতি-নৈতিকতা আসতে পারে, কনসাসনেস আসতে পারে অর কোন
সদুত্তর নার্তিক মহল দিতে পারে না। যা দেওয়ার চেষ্টা করে তা অত্যন্ত হাস্যকর। সে যাহোক, নান্তিকতর এই বেসিক পয়েন্ট মাথাস্ত রেখে, ধর্ষণকে তথাকধিত ‘ক্রাইম সাইন্স’ দিয়ে জাষ্টিফাই করে নাকি তারা আমার বইয়ের বারোটা বাজিয়ে দিয়েছে 1৮:…
উপরে উল্লেখিত বইটির ফ্রি পিডিএফ ডাউনলোড করুন নিচের ডাইরেক্ট লিঙ্ক থেকে। যদি কোনো সমস্যা হয়, কমেন্ট করে জানাবেন।
লিঙ্কে ক্লিক করার পর ডাইরেক্ট ডাউনলোড হবে ইনশাআল্লাহ! ধন্যবাদ।
উল্লেখ্যঃ দুইটা লিঙ্ক একদম কাজ করছে, যারা ড্রাইভ দিয়ে পারবেন না, তাঁরা মেগা ট্রাই করবেন। মেগাতে পুরো ডাউনলোড হতে একটু সময় লাগবে, ততক্ষণ মেগা ইউন্ডোটা ক্লোজ করা যাবে না।
নিচে এই বই টির ডাউনলোড করার দুইটি লিঙ্ক আছে এবং প্রিভিউ লিঙ্ক ও আছে
কোনো সমস্যা হলে আমাকে বলবেন নিচে আমার ফেসবুক আইডি এর লিঙ্ক দেওয়া আছে.. যদি কোনো ভুল হয় ভুলের জন্য ক্ষমা করবেন
OUR FACEBOOK GROUP LINK click here
Groups | Facebook
OUR FACEBOOK PAGE LINK click here
Pages | Facebook











Post a Comment
Post a Comment